চট্টগ্রামে নতুন করে যাত্রা করেছে ‘মিনি বাংলাদেশ’ (স্বাধীনতা কমপ্লেক্স)। দেশের বর্ণিল ঐতিহ্য ও স্থাপত্য শৈলি নিয়ে যাত্রা করা এ বিনোদন কেন্দ্রটি মঙ্গলবার পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুসহ মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সম্বলিত নান্দনিক স্থাপত্য দিয়েই স্বাধীনতা কমপ্লেক্সটি সমৃদ্ধ করা হয়েছে। তিনি বলেন, পার্কটিকে নোংরা পরিবেশ থেকে উদ্ধার করে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বিনোদন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পার্কের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের শফর আলী, মো. ঈছা, তিমির বরণ চৌধুরী, হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা মহিউল ইসলাম সোহেল, মঈনুর রহমান, এস এম হুমায়ুন কবির প্রমুখ।
প্রসঙ্গত, স্বাধীনতা কমপ্লেক্সে আছে আহসান মঞ্জিল, সংসদ ভবন, কার্জন হল, কান্তজির মন্দির, লালবাগ কেল্লা, বড়কুঠি, সোনা মসজিদ, পাহাড়পুর বিহার, দরবার হল, হাইকোর্ট, সংসদ ভবন। আছে ২৪ তলা সমপরিমাণ সুউচ্চ রিভলবিং রেস্টুরেন্ট ও অ্যামিউজমেন্ট রাইড। শিশুসহ বিনোদন পিপাসুদের জন্য আছে মিনি ট্রেন, পেডেল ট্রেন, ফ্যামিলি কারসহ ১১টি রাইড ও মনোরেল। ফলে এটি দর্শনার্থীদের কাছে মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা