নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্তার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপত্বিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা।
ছাত্রত্ব সাময়িক বাতিল হওয়া ওই তিন শিক্ষার্থী হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব সাঞ্জুয়া ভিটা এলাকার মাজহারুল ইসলামের ছেলে নাইমুর রহমান নয়ন (২৫), কক্সবাজার জেলার মহেশখালী থানার চেয়ারম্যানবাড়ির নুরুল আমীনের ছেলে মো. শওকত রাসেল (২৬) এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর মোহাম্মদপুরের মৃত ছায়দুল হকের ছেলে ফয়সাল মাহমুদ (২৬)। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
ড. মোহাম্মদ কামরুল হুদা বলেন, ‘যেহেতু তারা রাষ্ট্রদ্রোহী কাজের সাথে সম্পৃক্ত সেজন্য তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব সাময়িক বাতিল করা হয়েছে। তবে অনার্সের সনদ এখনো বাতিল করা হয়নি।’
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর নগরীর বিভিন্নস্থানে দিনভর অভিযান চালিয়ে জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চবির তিন শিক্ষার্থীকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমান বাজার এলাকায় জেএমবির সামরিক কমান্ডার ফারদিনের আস্তানায় অভিযান চালানো হয়। এসময় অত্যাধুনিক ‘এমকে-১১ স্নাইপার রাইফেল, গুলি, বিস্ফোরক, সেনাবাহিনীর পোশাক, মানচিত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৫/মাহবুব