বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, পৌর নির্বাচন নিয়ে আওয়ামী লীগের জরিপ মিথ্যা। পৌর নির্বাচনে ধানের শীষের বিজয় হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ ৮০ শতাংশ ভোট পাবে।
তিনি আজ রাজধানীর সুপ্রিম কোর্ট বার সমিতি মিলনায়তনে বিএফইউজে'র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়ানোর জন্য মিথ্যা জরিপের উল্লেখ করে বলেছে তারা ২০১টি পৌরসভায় বিজয়ী হবে। আমার কাছে জরিপের প্রকৃত তথ্য আছে। নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। দুর্নীতি হালকা করতেই তারা এ সব জরিপের কথা বলছে।
বেগম জিয়া বলেন, পৌর নির্বাচনে ধানের শীষ অংশ নেয়ায় মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে। জনগণ এখন ধানের শীষে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে।
বিডি-প্রতিদিন/ ২৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন