হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি স্বর্ণসহ মো. রাছেল (২৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাছেলের গ্রামের বাড়ি কুমিল্লা।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (নম্বর-এমএইচ১৯৬) ঢাকায় আসেন রাছেল। পরে বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান শহীদুজ্জামান সরকার।
বিডি-প্রতিদিন/ ২৬ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন