রাজশাহীর চারঘাটে জনতার মুখোমুখি হয়েছে পৌরসভার ৬ মেয়রপ্রার্থী। আজ বুধবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে। চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে সুজনের চারঘাট শাখার সভাপতি ডা. রফিকুল আলম।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ মেয়র প্রার্থীর আমলনামা জনগণের সামনে উপস্থাপন করেন। এর আগে সুজনের পক্ষ থেকে ১৩ দফা উপস্থাপন করা হয়। তাতে স্বাক্ষর করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নারগিছ খাতুন, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল, স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লব, কায়েম উদ্দিন, আনিছুর রহমান রাসেল ও সাব্বির হোসাইন শাহ।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৫/শরীফ