রাজধানীর গোপীবাগের টিটি পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (আনুমানিক ৩০) এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ