রাজধানীর কাফরুল থানার দক্ষিণ ইব্রাহিমপুরে নিজের বাসায় এক নারী খুন হয়েছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। নিহত শামরিনা সুলতানা রুনা (৪৫) অবিবাহিত ছিলেন। দক্ষিণ ইব্রাহিমপুরে বাবার বাড়ির ষষ্ঠতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি।
রবিবার রাত ৯টার দিকে ওই ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে মেডিক্যাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।
তিনি জানান, রুনাকে কুপিয়ে রক্তাক্ত করার খবর পেয়ে কাফরুল থানার এসআই সদানন্দ বৌদ্ধ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এসআই সদানন্দ বলেন, রুনা বাড়ির ষষ্ঠতলার একটি ফ্ল্যাটে অন্য এক নারী ভাড়াটিয়ার সঙ্গে থাকতেন।
ওই নারী রুনার বোনকে জানায়, কে বা কারা রুনাকে মারধর করেছে। পরে রুনার বোন রোজিনা সুলতানা বিষয়টি থানায় জানান। এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে এসআই সদানন্দ জানান।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/শরীফ