নারায়ণগঞ্জ থেকে সাফায়েত উল্লাহ (২৭) নামে ছাত্র শিবিরের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি, দাড়ি কামিয়ে সাংবাদিক পরিচয় লেখা মোটরসাইকেল চালিয়ে দীর্ঘদিন রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধ করছিলেন তিনি।
২০১৪ সালে শাপলা চত্বরে নাশকতার মামলার অভিযোগপত্রভুক্ত এই আসামির বিরুদ্ধে নাশকতার আরও অন্তত সাতটি মামলা রয়েছে। শাপলা চত্বরে নাশকতার সময় গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে যান সাফায়েত।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শাহ্ মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল ফতুল্লা থানার তুলারাম কলেজ সংলগ্ন আল্লামা ইকবাল রোডের এক বাড়িতে অভিযান চালিয়ে সাফায়েতকে গ্রেফতার করে। নোয়াখালীর বেগমগঞ্জ থানা শাখা শিবিরের সভাপতি সাফায়েত এখন জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়িত। গ্রেফতারের সময় তার কাছে সাংবাদিক লেখা একটি মোটরসাইকেল পাওয়া যায়।
তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানার পাশাপাশি নোয়াখালী, লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জে মামলা রয়েছে।
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সাফায়েত দাড়ি রেখে রাজধানীসহ বিভিন্ন জেলায় নাশকতা চালিয়ে আত্মগোপন করতেন। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তিনি দাড়ি কামিয়ে ছদ্মবেশ ধারণ করেন।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ