উদ্ভাবিত জ্বালানি তেল সাশ্রয়ী প্রাইভেটকার পরীক্ষা করতে গিয়ে গত সোমবার পুলিশের পিটুনির শিকার হয়েছিলেন বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র জিসান হাওলাদার। তিনদিন পর এবারের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তারই উদ্ভাবিত সেই প্রাইভেটকার দুটি প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত এই মেলার আয়োজন করেন জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। এতে অংশ নেন বুয়েট, রুয়েট, এমআইএসটি, আহসান উল্ল্যাহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ প্রথম সারির কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ উদ্ভাবকরা। সকলকে হার মানিয়ে জিসানের উদ্ভাবন করা তেল সাশ্রয়ী দু’টি যানবাহন সেরা হওয়ার গৌরব অর্জন করে। জিসান জানায়, সে এক লিটার পেট্রোলে ৬ যাত্রী নিয়ে ১২০ কিলোমিটার অতিক্রম করতে সক্ষম প্রাইভেটকারসহ তিনটি মোটরযান তৈরি করেছে।
বিজ্ঞান মেলায় অংশ নেয়ার জন্য জিসান গত সোমবার সকালে নিজের তৈরি যানবাহনগুলো পরীক্ষা করার জন্য নগরীর রাস্তায় বের হন। বটতলা ফাঁড়ির কাছে তার গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। নতুন তৈরি এই গাড়ি দেখার জন্য পথচারীরা সেখানে ভিড় করেন। বটতলা ফাঁড়ির পুলিশ এসে এ সময় তরুণ উদ্ভাবক জিসানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। জিসান তখন তার নিজের তৈরি যানবাহনগুলোর কথা ফাঁড়ির এসআই শাহ আলমকে বুঝিয়ে বলার চেষ্টা করলে ঐ দারোগা আরো ক্ষুব্ধ হয়ে জিসানকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে উদ্ভাবিত তিনটি মোটরযানসহ তাকে ফাঁড়িতে নিয়ে যায়।
প্রায় দুই ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন শেষে জিসানকে ছেড়ে দেয় বটতলা ফাঁড়ির পুলিশ। পরদিন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়ে জিসান তার উদ্ভাবিত যানবাহন নিয়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব