রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় জসিম উদ্দিন (৩০) নামে এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাত ৮টা ৩০মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জসিম উদ্দিন ভোলা জেলার লাল মহন উপজেলার হাসান আলীর ছেলে।
তার স্ত্রী মুক্তা বেগম জানান, তারা বর্তমানে মিরপুর ১ নম্বরে টিনসেট কলনীতে থাকতেন এবং তার স্বামী লেগুনা চালাক।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জসিম লেগুনা থামিয়ে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মোজাম্মেল হক তার মৃত্যুটি খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ মগে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব