রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনের লোহার পাত গায়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. হাসেম (৩৫)। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, সকালে কলাবাগান থানাধীন কাঁঠালবাগানের ৮০ নম্বর নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। উপর থেকে একটি লোহার টুকরা হাসেমের গায়ে পড়ে।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা