বরিশালে অসময়ে বৃষ্টি হয়েছে। এখনো মেঘলা আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এদিন বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
অসময়ে বৃষ্টির কারণ হিসেবে স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানায়, আকাশে মেঘমালার সৃষ্টি হয়েছে। এই মেঘমালা কুয়াশায় পরিনত হতে না পেরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশে এখনও প্রচুর মেঘ আছে। এ কারণে আরো গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি কেটে গেলে শীতের প্রকোপ আরো বাড়বে বলে ধারণা করছেন তারা। অসময়ে বৃষ্টির কারনে শুক্রবার সরকারী ছুটির দিনেও শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় জরুরী প্রয়োজন ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
এদিকে, হঠাৎ শীত জেঁকে বসায় বেড়েছে গরম কাপড়ের চাহিদা। এই নগরীর বিভিন্ন মার্কেট বিশেষ করে বিভিন্ন ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভীড় দেখা গেছে শীতে কাহিল মানুষের।
বৃষ্টির সাথে ঠাণ্ডা বাতাস অনুভূত হওয়ায় বিপাকে পড়েছে মানুষ। বিশেষ করে শিশু এবং বয়ষ্করা। গত দুই দিনের অব্যাহত শীতের তীব্রতায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুরা। দুই দিন ধরে সর্দি, কাশি, হাঁপানী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক শিশু এবং বয়স্করা।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব