ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই উপজেলার রাস্তার মাথা এলাকায় ট্রাকের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৪) নামে এক দমকল কর্মী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম মিরসরাই ফায়ার স্টেশনে লিডার হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, সকালে মিরসরাই রাস্তার মাথায় মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ছিলেন সিরাজ। এসময় মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন