বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মোস্তাফিজুর রহমানকে লাঞ্ছিত করেছেন সিবিএ নেতারা।
আজ শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২০তম বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ব্যাংকের অন্য কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ২০তম বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের প্রধান ফটকের পথ দিয়ে ভেতরে ঢুকছিলেন কাজী মোস্তাফিজুর রহমান। এসময় সিবিএ নেতা মঞ্জুরুল হকের নেতৃত্বে কয়েকজন তার উপরে হামলা চালায় ও মারপিট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কাজী মোস্তাফিজুর রহমান সামান্য আহত হন।
কাজী মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে বরিশালে সাংগঠনিক সফরে এসেছিলেন সিবিএ নেতারা। ওই সময় বরিশাল অফিসের জিএম নুরুল আলম কাজীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সিবিএ নেতা মঞ্জুরুল হক। ওই সময় তিনি প্রতিবাদ করেছিলেন। এরই জের ধরে সিবিএ নেতারা আজ এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় এখনও অভিযোগ করা হয়নি। এটি অফিসিয়াল বিষয়। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও অনুষ্ঠানের প্রধান অতিথি এসকে সুর চৌধুরীকে জানানো হয়েছে। অফিস যেভাবে চায় সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন