রাস্তায় দাঁড়িয়ে গাড়ি মেরামত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির ১৪তম বার্ষিক সাধারণ সভা ও নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি মেরামত চলবে না। যারা এ ধরণের কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হবে।
তিনি বলেন, দেশকে চলমান রাখতে অটোমোবাইলের বিকল্প নেই। তাই অটোমোবাইল কর্মীদের প্রশিক্ষণ ও নির্দিষ্ট প্রতিষ্ঠান দরকার। এজন্য অটোমোবাইল শ্রমিকদের দেশে-বিদেশে ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী আরও বলেন, দেশে প্রতিদিন নতুন নতুন গাড়ি বাড়ছে। এতে বুঝা যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে। এর মূল কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট জিডিপির প্রবৃদ্ধি ২ শতাংশ নয়, ১ শতাংশের সামান্য একটু বেশি হলেই দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। আমিও একজন অটোমোবাইলের মালিক। তাই আমার প্রত্যাশা, অটোমোবাইল মালিকদের বিভিন্ন সমস্যার সমাধান করবে সরকার।
আয়োজক সংগঠনের সভাপতি আরিফুর রহমান মিনারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোল্লা আবু কাওছার, মাহবুব আলী খান, হারুন-উর-রশিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব