তখনো ঢাকাবাসীর ঘুম ভাঙেনি। শ্রমজীবী মানুষেরা জীবিকার তাগিদে কুয়াশার চাঁদর সরিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেও অনেকটাই নিস্তব্ধ তখন ঢাকা। উঠি উঠি করেও লেপ-কম্বলের নিচ থেকে বের হতে সাহস করছেন না অনেকেই। বাইরে শীতের হিমেল। এই শীতের সকালেই হঠাৎ বৃষ্টি। শুক্রবার ভোরে একদিকে শীতের ঠান্ডা, অন্যদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজল ঢাকা।
শুক্রবার সকালে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, পথঘাট সবই ভেজা। তবে শীতের শুষ্ক মাটি আর বায়ু সে পানি বেশিক্ষণ দাড়াতে দেয়নি। কোথাও আঁধা ঘণ্টা, কোথাও আবার ঘণ্টাব্যাপী বৃষ্টি হয়। তবে সকাল সাড়ে সাতটার মধ্যেই বৃষ্টি শীতের হাতে রাজত্ব বুঝিয়ে দিয়ে বিদায় নেয়।
এদিকে, রাজধানীতে গত দুই দিন ধরে সূর্যের তেজ ছিল একেবারেই কম। এরমধ্যে হঠাৎ এই বৃষ্টির হানা যেন শীতের তীব্রতার অগ্রীম বার্তা দিয়ে গেল।
আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার সকালে রাজধানীসহ আশপাশে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তরা, গুলশান, বসুন্ধরা, মহাখালী, মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ