চট্টগ্রাম কলেজ থেকে বিতাড়িত হবার তিন দশক পর ইসলামী ছাত্রশিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে। এদিকে, চট্টগ্রাম কলেজ থেকে আটক ১৪ শিবির কর্মীকে কারাগারে পাঠিয়েছেন মহানগর হাকিম নওরিন আক্তার কাকনের আদালত।
নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে হাজির করা হয়। রিমান্ডের আবেদন না থাকায় মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ