১৬ বছরের নিচে মেয়েদের হাতে মোবাইল ফোন না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, বর্তমান বিজ্ঞানের যুগ, এ যুগে ব্যবহারিক শিক্ষার কোন বিকল্প নেই। ব্যবহারিক শিক্ষা ছাড়া কোন জাতি জ্ঞান-বিজ্ঞানের উন্নতির চরম শিখরে আরোহন করতে পারে না। আজ নগরীর পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মেয়র বলেন, শিক্ষার্থীদের শুধু উচ্চ নম্বর প্রাপ্তির ব্যবস্থা না করে তার পাশাপাশি সামাজিক দক্ষতা, মানবতা ও নৈতিকতাসহ প্রয়োজনীয় মানবিক গুণাবলি এবং যে সব বিষয় তারা পড়ে সেগুলোর সঠিক ধারনা দেয়াকে বেশী গুরুত্ব দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। মানুষে মানুষে মিলনের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন। এ উন্নয়ন আর্থসামাজিক ও মানব সভ্যতার। উন্নয়নে নারীদের প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য ৬০ ভাগ কোটা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম, এটিএম জামাল উদ্দিন, আবদুস সাকুর ফারকী, এটি এম জমির উদ্দিন মানিক, প্রাক্তন প্রধান শিক্ষক মফিজুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম