চট্টগ্রামে হাটহাজারীতে রেললাইন থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ফতেপুর রুদ্রপল্লি এলাকার রেললাইন থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নেজাম উদ্দিন বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ‘লাশের পাশ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এটি নিহত ওই যুবকের কি না তা নিশ্চিত হওয়া যায়নি।’
বিডি প্রতিদিন/এএম