চাকরি শেষে বাড়ি ফেরা হলো না ৩৫ বছর বয়সী জহিরুল আলমের। রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। সোমবার রাতে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল আলম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট এলাকার মাইজপাড়ার আবদুল খালেকের ছেলে। সে পেট্রোল পাম্পে শ্রমিক হিসেবে কাজ করতো।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, সোমবার রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আাহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে তার পরিবার মামলা না করার কারণে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম