চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য রেকর্ড পরিমাণ ১ লাখ ৩১ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। এরমধ্যে ২০২২ সালে এসএসসি পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। নতুন পাস করা শিক্ষার্থীর বাইরে ১ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছে। তবে সর্বোচ্চ শিক্ষার্থীর পছন্দের তালিকায় রয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পাসের তুলনায় ১ হাজার ৩৩৬ জন বেশি ভর্তির আবেদন করেছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড থেকে এসএসসি পাস করা অনেকে কলেজ ভর্তিতে আবেদন করেছে। এছাড়া গত বছর উত্তীর্ণরাও আবেদন করেছে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, ১ লাখ ৩১ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর মধ্যে প্রতিজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে পারে। সে হিসাবে ৭ লাখ ২২ হাজার ১৯৩টি প্রতিষ্ঠান পছন্দ করেছেন শিক্ষার্থীরা। তার মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থীর পছন্দের তালিকায় রয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ। এই কলেজ পছন্দ করেছে ৩৩ হাজার ২৩৩ জন।
এরপর শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে বাকলিয়া সরকারি কলেজ, হাজী মহসিন সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ। বাকলিয়া কলেজ পছন্দ করেছে ৩৩ হাজার, মহসিন কলেজে ৩১ হাজার, চট্টগ্রাম কলেজে ১৯ হাজার ও মহিলা কলেজ ১৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী পছন্দ করেছে।
গত ৮ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর রাত ১২টায় প্রথম পর্যায়ে আবেদনের সময়সীমা শেষ হয়। আবেদনের সময় শেষ হলেও পুনঃনিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর আবেদন করার সুযোগ পাবে। ৩১ ডিসেম্বর রাত ৮টায় প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
১ থেকে ৮ জানুয়ারি নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩২৮ টাকা ফি পরিশোধ করে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ২য় পর্যায়ে মনোনীতদের ১৩ থেকে ১৪ জানুয়ারি রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। ৩য় পর্যায়ে মনোনীতদের ১৯ থেকে ২০ জানুয়ারির মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
বিডি-প্রতিদিন/বাজিত