চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাষ্ট্রায়ত্ব সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ১৮১ কর্মচারীর চাকরি স্থায়ী করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কর্মচারীরা। সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অস্থায়ী শ্রমিক শাহ জালাল বলেন, ২০০৬ সালে জনবল সংকটের কারণে অস্থায়ী শ্রমিক হিসেবে আমরা ডিএপিতে কাজ শুরু করি। দৈনিক মজুরির ভিত্তিতে বর্তমানে ১৮১ জন কর্মচারি কাজ করছে। প্রতিষ্ঠানের ১১৭তম বোর্ড সভায় অস্থায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত হয়। বিভিন্ন সময় চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়েও কাউকে স্থায়ী করা হয়নি। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত ৭ আগষ্ট ডিএপি-তে ৯৪টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে অস্থায়ীদের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। অস্থায়ীদের স্থায়ী নিয়োগও দেয়া হয়নি। অভিযোগ আছে, এসব পদে নিয়োগ দিতে বিপুল অংকের অর্থ লেনদেন হচ্ছে।
শাহ জালাল আরও বলেন, ২০-২৫ বছর বয়সে আমরা চাকরিতে যোগ দিয়েছিলাম। এরপর ১৬ বছর পর্যন্ত বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে কাজ করে আসছি। বর্তমানে অনেকের বয়স ৬০ বছর অতিক্রম করেছে। এ অজুহাতে চাকরিচ্যুত করে তাদের জায়গায় ৪-৫ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা অস্থায়ী শ্রমিক হিসেবে গেটকিপার, ওয়েম্যান, খালাসি, ফায়ার ফাইটার, এমএলএসএস, পদে নিয়োজিত আছি। আমাদের এখন যে বয়স, তাতে অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। আমরা অস্থায়ী শ্রমিক হওয়ার কারণে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
সংবাদ সম্মেলনে মো. শাহজালাল চৌধুরী, মো. আরিফ হোসেন, মো. জানে আলম, মো. ইলিয়াস, আরিফ জামিল, টিপু বড়ুয়া, মাঈন উদ্দিন, যদু রাম ও ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল