চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিআইএমসিএইচ), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতাল ও সিআইএমসিএইচ নার্সিং কলেজে বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।
শুক্রবার সকালে কলেজের অধ্যক্ষ ও পরিচালকদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয়।
এরপর ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর হাসপাতালের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. মো. আমির হোসেন।
মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহেরুন্নেছা খানমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন, ডেন্টাল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. শাহিকুল জাব্বার, অধ্যাপক ডা. আসমা কবির সোমা, অধ্যাপক ডা. হাসান মিয়া, মিসেস রুবি দত্ত।
আলোচনা সভার শেষে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান সভাকে বিজয়ের ভিন্নমাত্রা উপহার হয়।
সর্বশেষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান মুহাম্মদ ইয়াছিন।
বিডি-প্রতিদিন/বাজিত