ঐক্যবদ্ধ আওয়ামী লীগ যেকোনো অপশক্তিকে রুখে দিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। পটিয়ার সবকটি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ের পর উপজেলার ১০নং ধলঘাট ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বাবু রণবীর ঘোষ টুটুন-এর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ধলঘাট প্রীতিলতা ট্রাস্ট প্রাঙ্গনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময়। অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, ২০২৩ সালের মধ্যেই বাংলাদেশের অনেক মেঘা প্রকল্প সম্পন্ন হবে।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিতা অব্যাহত রাখতে আমাদের সকলের সজাগ থাকতে হবে, দেশি-বিদেশি অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে হবে। আমাদের অগ্রযাত্রার বিরুদ্ধে আরেক শত্রু হলো মাদক। তরুণ যুবকদের মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে। মাদককারবারি যেই হোক তাকে আইনের হাতে তুলে দিন। পটিয়াতে নৌকার নিরঙ্কুশ বিজয় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল। ইনশাআল্লাহ্ আগামীদিনে নৌকার এই বিজয়রথ চলমান থাকবে।
ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মনছুরের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডা. খৃভুরাজ চক্রবর্তী, আলী আহমদ বাবুল, প্রবোধরায় চন্দন, রবিউল হোসেন রুবেল, পংকজ চক্রবর্তী, রনজিৎ দাশ, সমীর চৌধুরী, আবু সৈয়দ, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, সুপ্রিয় ভট্টাচার্য, এডভোকেট প্রনব দাশ, রনধীর চক্রবর্তী, লিটন বড়ুয়া, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মো. আনোয়ার, সাইফুল ইসলাম জুয়েল, মো. সোহেল, অনুজ বড়ুয়া, জুয়েল নাথ বাপ্পু ও এস টি মানিক প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক