সীতাকুণ্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে লরির ধাক্কায় দুই মেয়েসহ বাবা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান (৪৫) ও দুই মেয়ে আশরা আনাম খান (১৩) এবং তাসনিম জামান খান (১১) ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় গুরুতর আহত হন নিহত সাইফুজ্জামানের স্ত্রী কনিকা আক্তার (৪০) এবং ছেলে মন্টু (১০)।
জানা যায়, ঘটনাস্থলে দুই মেয়ের মৃত্যুর পর গুরুতর আহত অবস্থায় তাদের বাবা সাইফুজ্জামান মিন্টু আজ শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। তবে বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে কর্মরত সাইফুজ্জামান মিন্টু মৃত্যুবরণ করেন।’
আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন জানান, সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার মিরপুরের বাসায় যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান। তাদের বহন করা প্রাইভেট কারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ট্রাফিক বক্সের সামনে এলে ঢাকা থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় গাড়িতে থাকা সাইফুজ্জামানের দুই মেয়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেন ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান।
বিডি প্রতিদিন/ফারজানা-সিফাত-তাহের