নিখোঁজের তিনদিন পর নুর আহমদ নামে সাম্পানের এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুর আহমদ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার আবুল হোসেনের ছেলে।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের সৈয়দ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একটি লাইটার জাহাজ ধাক্কা দেয় নুর আহমদের নৌকাকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরই তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু পাওয়া যায়নি।
পরে শুক্রবার সকালে তার লাশ নদীতে ভেসে উঠে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জুবায়ের সৈয়দ জানান।
বিডি-প্রতিদিন/শফিক