চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এমদাদুল হাসান শোভন নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শোভন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গোপটী এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ২য় প্রকল্পের একটি প্রতিষ্টানে জুনিয়র প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, বৃহস্পতিবার গভীর রাতে একটি সিএনজি টেক্সির সাথে ধাক্কা লেগে শোভনের মোটরসাইকেল সড়কে সটকে পড়ে। এসময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন