চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘পুরনো ফুটবল দাও, নতুন ফুটবল নাও’ শীর্ষক প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে হাটহাজারী উপজেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে। ইতোমধ্যে ১০টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোর শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহী করতে উদ্যোগটি গ্রহণ করা হয়। যে সব প্রাথমিক বিদ্যালয়ে মোটামুটি রকমের খেলার মাঠ আছে, সেসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসাবে ফুটবল দেওয়া হচ্ছে। তবে এই উপহার পেতে হলে প্রয়োজনীয় আকারের একটি খেলার মাঠ, পুরনো, নষ্ট হয়ে যাওয়া ও খেলার অনুপযোগী বল জমা দিতে হবে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, শিক্ষার্থীদের খেলার প্রতি উৎসাহিত করতে আমরা পুরোনো বল নিয়ে নতুন বল দিচ্ছি। ইতোমধ্যে ১০টি প্রাথমিক বিদ্যালয়কে ফুটবল দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা মনে করি, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেলে শিশু-কিশোরদের মানসিকতা বিকাশ হবে।
বিডি-প্রতিদিন/শফিক