চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, আমার প্রথম ও প্রধান কাজ হবে কালুরঘাট নতুন সেতু নির্মাণ করা। ২০১০ সালে প্রধানমন্ত্রীর শিকলবাহার জনসভায় আখতারুজ্জামান বাবু ও আমি এ দাবি জানিয়েছিলাম। তিনি ঘোষণা দিয়েছিলেন নতুন সেতুর। এবার সেই সেতু আমি করতে পারবো।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মোছলেম উদ্দিন আরও বলেন,
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান ও শ্রমিক লীগ নেতা শফর আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/শফিক