সংবাদপত্র হকারদের সংকট সমাধানে পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির উপদেষ্টা আ জ ম নাছির উদ্দিন। তিনি চিটাগাং সংবাদপত্র হকার্স সমিতির ২৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বের অতিথি হিসেবে এই প্রত্যয় জানান।
চট্টগ্রামের মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারের আজ ২৪ ডিসেম্বর সন্ধ্যায় এই বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা, সাংবাদিকদের জাতীয় সংগঠন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিযাজ হাযদার চৌধুরী, চট্টগ্রাম ডেকোরেটর মালিক সমিতির সভাপতি, আওযামী লীগ নেতা হাজী সাহাবুদ্দিন।
সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক মনির আহমদের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক মকবুল হোসেন সরকারের সঞ্চালনায বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সম্পাদক মো. নজরুল ইসলাম লিটন, সহ-সভাপতি দাউদুল ইসলাম, সাবেক সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে মোস্তফা খোকন, জয়নাল আবেদীন, বর্তমান সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান, হকার্স সমিতির নির্বাহী সদস্য রাশেদ পাটোয়ারী ও ওসমান গনি টিপু প্রমুখ। সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিযনের সভাপতি নুর রহমান, সমিতির সদস্য আলী আকবর মজুমদার, মোহাম্মদ ইযাসিন, হাফিজুল্লাহ, দেলোযার পাটোয়ারী প্রমুখ।
সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী সেশনে শেষ পর্যন্ত প্রাতিষ্ঠানিক ব্যস্তায় উপস্থিত থাকতে না পারলেও মেয়র প্রেরিত বার্তা তাঁর পক্ষে তুলে ধরেন পেশাজীবী নাগরিক সংগঠন রিয়াজ হায়দার চৌধুরী। মেয়র তাঁর বার্তায় চট্টগ্রাম শহরে সংবাদপত্র হকারদের সবধরনের সঙ্কট সমাধানে পাশে থাকার আশ্বাস দেন। উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদকের রিপোর্ট (২০১৪-১৫ হতে ২০১৮-১৯ইং) এবং ২০১৯-২০ এর প্রস্তুতি বাজেট অনুমোদিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার