ঘুষ নেয়ার সময় দুদকের হাতেই গ্রেফতার হয়েছে আমদানি-রফতানি নিয়ন্ত্রকের কর্মকর্তা আল মাহমুদ হোসেন। তার কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের সরকারি কার্যভবন-১ এর কার্যালয় থেকে দুদকের একটি টিম গ্রেফতার করে বলে জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ।
তিনি বলেন, লাইসেন্স নবায়নের জন্য এক ব্যক্তির কাছে ঘুষ দাবির অভিযোগ করেন আল মাহমুদের বিরুদ্ধে। এতে ঘুষের টাকাসহ মাহমুদকে গ্রেফতারের ফাঁদ পাতি। এতে হাতেনাতেই গ্রেফতার করা হয়েছে। তবে আল মাহমুদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার /সাইদুল ইসলাম