চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কলেজ রোডের ভুইঁয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন। এসময় তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুত্বও আহত আবস্থায় সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাটকে বিকেল সাড়ে ৪টার দিকে চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত