চট্টগ্রামে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন সুলতান আহমেদ (২৮) ও তার এক বছর বয়েসী মেয়ে ইসরাত মুনতাহা। সুলতানের স্ত্রী রোজিনা (২১) ও সিএনজি চালক নেজাম উদ্দিনকে (৪০) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত রিকশার মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর দিকে আসা একটি কাভার্ড ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হলে সুলতান ও তার মেয়ে ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত দুইজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৮/মাহবুব