নির্বাচনে গুজবের বিষয়ে সজাগ থাকার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির নেতাসহ সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ অনুরোধ করেন।
এ সময় মেয়র বলেন, নির্বাচনকে ঘিরে অনেক ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন বানচাল করতে চক্রান্ত, অপপ্রচার এবং অপচেষ্টা হচ্ছে। গুজব রটনা হচ্ছে। তাই এসব গুজবের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সচেতন ও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ রেখে যাওয়াই আমাদের প্রচেষ্টা হওয়া উচিত। অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, প্রাকৃতিক দুর্যোগ, দেশ-বিদেশের ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ণ ধারা অব্যাহত রাখতে গণমাধ্যম কর্মীদের ভুমিকা অপরিহার্য।
নাছির বলেন, গণমাধ্যম কর্মীরা জাতির বিবেক। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। এ নির্বাচন জাতির জন্য অতীব গুরুত্বপূর্ণ। নির্বাচনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবেন। কেউ চুল পরিমাণ হস্তক্ষেপ করতে পারবে না।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত