চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার খতিবেরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র ও ২২০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে নগর গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারী উপজেলার গরদুয়ারা এলাকার ফরিদ আহমদের ছেলে মো. মহিউদ্দিন শিবলু (৩৯) ও তার সহযোগী নাটোর জেলার লালপুর এলাকার আয়েজ উদ্দিনের ছেলে মো. এনামুল হক (৩৫)।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসাইন বলেন, নগরের খতিবেরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্র ও ২২০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার