জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের নতুন প্রেসিডেন্ট (সভাপতি) নির্বাচিত হয়েছেন অসীম কুমার দাশ এবং জেনারেল সেক্রেটারি (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এস. এম ইশতিয়াক উর রহমান। গত সোমবার নগরের দি খুলশী ক্লাব লিমিটেডে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটানের ২০১৮ কার্যকরী বছরের শেষ জেনারেল এসেম্বলি এবং ২০১৯ সনের নির্বাহী কমিটির নির্বাচনে সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইপিএলপি মাশফিক আহমেদ রুশাদ, ইভিপি সহিদুল মোস্তফা চৌধুরী মিজান, ভিপি জোবায়ের খান এবং আবু বকর সাহেদ, ট্রেজারার রাজু আহমেদ, জেনারেল লিগ্যাল কাউন্সিলর মো. বোরহান উদ্দিন সাহেদ, এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট মো. রুবাইয়াত সাফি। সংগঠনের পরিচালকগণ হলেন মো. সেলিম, টিপু সুলতান শিকদার, জাসির চৌধুরী, সুলতানা নাহিদ আদিবা, মো. জালাল হোসেন, মো. সাইফুল ইসলাম।
নব নির্বাচিত সভাপতি স্বাগত বক্তব্যে বলেন, ‘আমি সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। আগামীতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় নতুন বছরে জেসিআই চট্টগ্রাম কসমোপলিটানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম ইশতিয়াক উর রহমান বলেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি। আগামীতে সবার সহযোগিতা নিয়ে তরুণ ব্যাবসায়ীদের এই সংগঠনের পরিকল্পিত কাজ করে যাব।’
বিডি প্রতিদিন/হিমেল