চট্টগ্রাম নগরীর তিন আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক সমাজ। প্রগতিশীল সাংবাদিকদের এই ঐক্যের মঞ্চে চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, একাত্তরে হয়েছে মুক্তির যুদ্ধ আর ৩০ ডিসেম্বর হবে প্রগতির যুদ্ধ। এই যুদ্ধে একাত্তরের পরাজিত শত্রুকে চিরতরে হটিয়ে দিয়ে দেশকে প্রকৃত অর্থে শত্রুমুক্ত করে এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার কাজটি অনেকাংশে সহজ হয়, যখন সাংবাদিকরা তাদের লেখায় প্রকৃত সত্য ও প্রগতির তথ্য তুলে ধরেন।
আজ সোমবার বেলা ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘মুক্তিযুদ্ধের আদর্শে লালিত চট্টগ্রামের সাংবাদিক সমাজ’ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকরা বলেন, প্রগতিশীল সাংবাদিকরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে তারা। মুক্তিযুদ্ধের সরকার নির্বাচিত না হলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। অপশক্তি ক্ষমতায় এলে দেশের অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করলেও তিনি এবং তার দল বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। মেজর জিয়াউর রহমান শাহ মোয়াজ্জেমের মতো মানুষকে প্রধানমন্ত্রী করেছিলেন। পরে গোলাম আজমকে নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে তারই প্রতিিিষ্ঠত দল বিএনপি। মুক্তিযুদ্ধের চেতনাধারীরা কখনো বিএনপির নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিতে পারে না।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নগরীর তিন আসনের আওয়ামী লীগ প্রার্থী ডা. মো. আফছারুল আমীন, এম এ লতিফ ও চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই তিন প্রার্থী বৃহত্তর চট্টগ্রামের মোট ১৬টি আসনের ১৬ জন নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রগতিশীল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। অনুষ্ঠানে তিন প্রার্থীকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আলী আব্বাস, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ, হেলাল উদ্দিন চৌধুরী, জসিম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, স্বপন দত্ত, পঙ্কজ কুমার দস্তিদার, রফিকুল বাহার, এজাজ ইউসুফী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার