এবার হামানদিস্তার ভেতর থেকে প্রায় এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম’স কর্মকর্তারা। এসময় জাহিদুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ওমান থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন ওই যাত্রী।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক সরওয়ার ই জাহান বলেন, জাহিদুল সুকৌশলে একটি হামানদিস্তার মধ্যে করে স্বর্ণগুলো আনে। লাগেজ স্ক্যানিংয়ের এটির অস্তিত্ব ধরা পড়ে। বিষয়টা সন্দেহজনক মনে হলে পুনরায় স্ক্যানিংয়ে সুকৌশলে লুকানো স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। এরপর যাত্রীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ওই হামানদিস্তা ভাঙা হয়। পরে গোলাকৃতির একটি এবং দন্ডের মধ্যে লুকানো স্বর্ণগুলো জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল