চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ইসহাক কনটেইনার ডিপোর পাশে ছাত্রলীগের সাবেক দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের পর মো. শাহেদ প্রকাশ রনি (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বিকালে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রানা (২৯), মো. আলাউদ্দিন (৩৬), মো. তাজ উদ্দিন (৩৫) ও মো. আজাদ (৩৩)। নিহত মো. শাহেদ প্রকাশ রনি ওই এলাকার একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল বলেন, ‘গত বুধবার রাতে দুই গ্রুপে মারামারিতে একপক্ষ শাহেদকে কুপিয়ে জখম করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার