চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সরকার দলীয় এমপি এম এ লতিফের স্ত্রীর ভাই তোফায়েল আহমেদ রফিক (৬০) খুনের ঘটনায় গৃহকর্মী জয়েস চাকমাকে (২৫) গ্রেফতার করা হয়েছে। রাঙামাটি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের বিভাগীয় পুলিশ সুপার মো. ইকবাল।
পিবিআই কর্মকর্তা মো. ইকবাল বলেন, ‘আসামি জয়েস চাকমা ভুয়া কাগজপত্র দিয়ে নিহত রফিকের বাসায় চাকরি নেয়। তার মূল উদ্দেশ্য ছিল নিহত রফিকের বাসায় লুটপাট করা। আর এ উদ্দেশ্যে সে রফিককে খুন করে নগদ ১১ হাজার টাকা, ১টি ক্যামেরা ও ১টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তার কাছ থেকে লুট হওয়া মোবাইলফোন ও ক্যামেরাসহ নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।’
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর নগরীর বারেক বিল্ডিংয়ে নিজ বাসায় খুন তোফায়েল আহমেদ রফিক।
বিডি প্রতিদিন/এ মজুমদার