প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার নির্বাচন। ভোটের আর মাত্র দুইদিন বাকি। ২ নভেম্বর ভোটকে ঘিরে বইছে উৎসবের আমেজ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পৌর এলাকার অলিগলি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা।
কে হচ্ছেন বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র এটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মো. ফারুক আহমদ (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুহিবুর রহমান (জগ প্রতীক), উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার প্রতীক), যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না (মোবাইল ফোন প্রতীক), উপজেলা আল-ইসলাহ নেতা মো. ফয়জুল ইসলাম (চামচ প্রতীক), জমিয়তে উলামায়ে ইসলাম’র মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাছ প্রতীক) ও যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন (নারকেল গাছ প্রতীক)।
এছাড়াও ৫৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা বিরামহীন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ওয়ার্ডে ওয়ার্ডে করছেন পথসভা। ভোটারদের প্রত্যাশা, প্রথমবারের মতো এমন একজন মেয়র নির্বাচিত হবেন, যিনি পৌরসভাকে মডেল হিসেবে রূপ দেবেন। তারা সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে এমনই একজন মেয়র চান।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
বিডি প্রতিদিন/এমআই