সিলেটে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। জেলার জকিগঞ্জ উপজেলায় দুইজন এবং গোয়াইনঘাট উপজেলায় একজন নিহত হন। নিহতদের মধ্যে দুই যুবক ও এক বৃদ্ধ রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের কলাকুটা বাংলাবাড়ি এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই নিহত হন জকিগঞ্জের সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউনিয়নের দেওয়ানচক গ্রামের আবদুল মানিকের ছেলে মুক্তার হোসেন (২৪)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গিয়েছিল। পরে শুক্রবার ভোরে ট্রাকচালক ও তার সহকারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়াইনগাট উপজেলার সুন্দ্রগাঁও এলাকায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে একটি মাইক্রোবাসের চাপায় এক বৃদ্ধ নিহত হন। নিহত আজির উদ্দিন (৬৫) সুন্দ্রগাঁওয়ের মৃত ময়না মিয়ার ছেলে। স্থানীয় সালুটিকর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় চাপা পড়ে নিহত হন আজির উদ্দিন।
বিডি প্রতিদিন/এএম