সিলেটে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশ শাহপরান এলাকা তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর শাহপরান থানাধীন খাদিমপাড়ার মৃত আব্দুল মন্নানের ছেলে লাবলু হোসেন (৩৬), ইসলামপুরের আব্দুল মতিনের ছেলে জুয়েল আহমদ রাহুল (২৬) ও সুনামগঞ্জের তাহিরপুরের শিমুলবাগান আদর্শগ্রামের সাইদুল ইসলামের ছেলে রিয়াজ আহমদ ইমন (১৯)।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় কর্মস্থল থেকে একটি প্রাইভেটকারযোগে সিলেট শহরে আসছিলেন জকিগঞ্জ উপজেলার সহকারি শিক্ষা অফিসার জুবায়ের আহমদ। নগরীর মোগলাবাজার থানার শ্রীরামপুরে আসার পর প্রাইভেটকারে থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী ছুরির ভয় দেখিয়ে তার ল্যাপটপ, মোবাইল, মডেম ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন তিনি। এ ঘটনার তদন্তে নেমে পুলিশ ছিনতাইকারীদের সনাক্ত করে। এরপর নগরীর শাহপরান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ল্যাপটপ, মোবাইল উদ্ধার এবং ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার ও ছোরা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম