অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সিলেটে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়তে বিজয়ের ৫০ বছরপূর্তির উন্মাদনাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষ।
বৃহস্পতিবার সকাল ৬টায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন। এরপর একে একে প্রশাসনের বিভিন্ন দপ্তর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। দিনভর শহীদ মিনারে ছিল সাধারণ মানুষর ভিড়। সংগঠন ছাড়াও অনেকে ব্যক্তিগতভাবে নিবেদন করেছেন ফুলেল শ্রদ্ধা।
বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। এসময় পুরো স্টেডিয়াম লোকারণ্য হয়ে ওঠে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। পতাকা হাতে উচ্ছ্বসিত মানুষ অংশ নেন শপথ অনুষ্ঠানে। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে উন্নত, সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগের শপথ নেন সিলেটের হাজার হাজার মানুষ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ