সিলেটের গোলাপগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে মারা যান তুরুন নেছা (৬২) নামের ওই বৃদ্ধা। তিনি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্ব ইউনিয়নের মাশুরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, তুরুন নেছা বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে তার ঘরে আগুন লেগে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে যান। পরে ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তুরুন নেছার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
বিডি প্রতিদিন/কালাম