সিলেটের বিশ্বনাথ উপজেলায় সুলতান (৩০) নামের এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলের ৩০ ফুট দূরে মাথা পাওয়া যায়। সুলতান ইট-ভাটার শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকালে ওই যুবকের মস্তকবিহীন মরদেহটি রাস্তার পাশে পরে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে তার বিস্তারিত পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর ২০১৮/হিমেল