বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেছেন, শিল্পায়ন ছাড়া কোন দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। গত ১০ বছরে দেশের অসাধারণ অগ্রগতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূচকে আমরা এশিয়ার মধ্যে এগিয়ে রয়েছি। উন্নয়নের এই ধারা ধরে রাখতে পারলে ২০৩০ সালে বিশ্বের ২৬তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।
শনিবার সিলেট চেম্বার অব কমার্স অন্ড ইন্ডাস্ট্রি'র উদ্যোগে চেম্বার কনফারেন্স হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
ড. ফরাসউদ্দিন বলেন, সিলেটে শিল্প প্রতিষ্ঠান নির্মাণের জন্য প্রচুর জমি রয়েছে। এছাড়া গ্যাস এবং বিদ্যুৎ সুবিধাও পর্যাপ্ত রয়েছে। সিলেটের স্থানীয় কাঁচামাল ও সম্পদ ব্যবহার করে এখানে শিল্পায়ন করা সম্ভব। উপযুক্ত পরিবেশ পেলে এতে প্রবাসীরাও আগ্রহ নিয়ে বিনিয়োগ করবে।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
শাবিপ্রবি সিলেটের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মনির উদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর শিব প্রসাদ সেন, সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জি, শিক্ষাবীদ ড. কবীর এইচ চৌধুরী, শাবিপ্রবি'র অধ্যাপক ড. আহমদ সায়েম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন, সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৮/আরাফাত