নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেছেন, জাল ভোট, কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই ঠেকাতে ইভিএম পদ্ধতির কোন বিকল্প নেই। ইভিএম পদ্ধতিতে আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার সনাক্ত করা হয়। এজন্য জাল ভোট দেয়ার কোন সুযোগ থাকে না। এছাড়া ইন্টারনেটের ব্যবহার না থাকায় হ্যাকিংও সম্ভব নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করবে। এতে ভোটাররা উপকৃত হবেন।
শনিবার নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ইভিএম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, উপ-মহাপুলিশ পরিদর্শক কামরুল আহসান, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।
এদিকে, প্রদর্শনীতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পরীক্ষামূলকভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৮/আরাফাত