বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর উপশহরস্থ হোটেল রোজভিউয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে ফেরার পথে খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটক করেছে পুলিশ।
আরও কয়েকজন নেতাকর্মীকে আটকের কথা বললেও তাদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি আলী আহমদ।
জানা গেছে, সাদা পোশাকধারী এক দল লোক খন্দকার মুক্তাদিরকে আটক করেছে।
এ বিষয়ে কথা বলতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকারের মুঠোফোনে চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানিয়েছেন, তিনি এ বিষয়ে জানেন না।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৮/আরাফাত