জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট বিজয়ী হলে দেশের ওষুধের দাম অর্ধেক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা যদি বিজয়ী হই, আপনারা যদি সমর্থন করেন, তবে তিন মাসের মধ্যে দেখবেন দেশে ওষুধের দাম অর্ধেক হয়ে গেছে, চিকিৎসা খরচ অর্ধেক হয়ে যাবে।’
বুধবার নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিকাল সোয়া ৪টার দিকে বক্তব্য শুরু করেন ডা. জাফরুল্লাহ। বক্তব্য প্রদানের শুরুতেই মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীকে স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন তিনি বলেন, ‘এই মহান নেতার মূল্যায়ন এখন কেউ করে না। আমি এই সমাবেশ থেকে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘উন্নয়নের জোয়ারে নৌকা টালমাটাল, ভারসাম্য হারিয়ে ফেলেছে।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অন্যায়ভাবে’ কারাগারে আটকে রাখা হয়েছে মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, ‘দেশে আইনের সংস্কার প্রয়োজন।’
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৮/মাহবুব